Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অবকাঠামো

গুরুদাসপুর সরকারি টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজ গুরুদাসপুর উপজেলার প্রাণকেন্দ্র আনন্দনগরে  একটি মনোরম, খোলামেলা ও নান্দনিক  স্থানে প্রায় দেড় একর জায়গার উপর অবস্থিত।  চারদিকে উচুঁ প্রাচীর দেওয়া ঘেরা গুরুদাসপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের রয়েছে এক বিশাল চার তালা বিশিষ্ট  প্রশাসনিক ভবন ও একটি পাঁচ তালা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য রয়েছে আটটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট  সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব ও একটি বেসিক ল্যাব, মোট ১৩টি ক্লাস রুমের মধ্যে ৬ টি মাল্টিমিডিয়া ক্লাস রুম। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ ও শারিরিক শিক্ষা প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি  কনফারেন্স/মিটিং রুম। শিক্ষকদের জন্য রয়েছে কমন রুম । গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্য সম্মত টয়েলেট, রিফ্রেশ রুম । 

 

অবকাঠামোগত উন্নয়নঃ

ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।

খ) ছাত্রীদের জন্য প্রতি তলায় দুইটি হাই কমটসহ মোট চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

গ) ছাত্রদের জন্য প্রতি তলায় দুইটি হাই কমটসহ মোট চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

ঘ)  প্রতিটি মাল্টিমিডিয়া প্রজেকটর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপপোগী করা হয়েছে।

ঙ) ল্যাব আধুনিকীকরণ এবং প্রশিক্ষনের জন্য ০6 টি ল্যাপটপ ও 90টি ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করা হয়েছে।