Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

HSC

এইচএসসি স্তর

দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ও কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে ২০২1 শিক্ষাবর্ষ থেকে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ- এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে জেএসসি (ভোক), এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। চারটি ভিন্ন ভিন্ন টেকনোলজিতে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রতিষ্ঠানটি ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়।

  

 আমাদের এই প্রতিষ্ঠানে জেএসসি(ভোক), এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে প্রণীত জেএসসি(ভোক), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম সাধারণ শিক্ষা বোর্ডের যথাক্রমে জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষাক্রমের বিজ্ঞান বিভাগের সমমান হওয়ায় এ শিক্ষা ব্যবস্থার চাহিদা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সাল থেকে অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ,যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে  নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গুরুদাসপুর উপজেলার একটি মাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ।  বর্তমানে চারটি টেকনোলজিতে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

ট্রেড সমূহঃ

১। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস্ এ্যান্ড মেইনটেইন্স  

২। আইটি সাপোর্ট এ্যান্ড আইওটি বেসিকস্ 

৩। সিভিল কন্সট্রাকশন এ্যান্ড সেফটি 

৪। ফিস কালচার এ্যান্ড ব্রিডিং  

 

এইচএসসি আসন সংখ্যা

 

ক্রমিক নং

বিদ্যমান ট্রেড সমুহ

আসন সংখ্যা

মন্তব্য

১।

জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস্ এ্যান্ড মেইনটেইন্স 

৪০ জন

 

২।

আইটি সাপোর্ট এ্যান্ড আইওটি বেসিকস্ 

৪০ জন

 

৩।

 সিভিল কন্সট্রাকশন এ্যান্ড সেফটি

৪০ জন

 

৪।

ফিস কালচার এ্যান্ড ব্রিডিং  

৪০ জন