আইটি সাপোর্ট এ্যান্ড আইওটি বেসিকস্
২০২১ সাল থেকে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের আইটি সাপোর্ট এ্যান্ড আইওটি বেসিকস্ বিভাগের এসএসসি (ভোক) প্রথম চালু হয় এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম আগামী ২০২৩ সাল থেকে চালু হবে। অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃঙ্খল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এইচএসসি স্তর
মোট শিক্ষার্থীঃ
গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম আগামী ২০২৩ সাল থেকে চালু হবে।
মোট শিক্ষকঃ
১২জনের একদল দক্ষ শিক্ষক দ্বারা গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এইচএসসি স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় । তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক ও সহজ উপায়ে শিক্ষা দান করে আসছে। প্রতিটি শিক্ষকগণই একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকুরি জীবনে একাধিকবার দেশে এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক্রমিক নং |
পরীক্ষার নাম |
পরীক্ষার সন |
পাশের হার |
মন্তব্য |
১। |
এইচএসসি(ভোক.) একাদশ শ্রেণী |
২০২৩ |
|
|
|
|
|
|
|
মোট শিক্ষার্থীঃ
গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এসএসসি স্তরে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ২০৮ জন। এর মধ্যে দশম শ্রেণীতে ৫৩ জন এবং নবম শ্রেণীতে ১৫৫ জন করে শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।
মোট শিক্ষকঃ
১২ জনের একদলদক্ষ শিক্ষক দ্বারা গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এসএসসি স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক ও সহজ উপায়ে শিক্ষা দান করে আসছে। প্রতিটি শিক্ষকগণই একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকুরি জীবনে একাধিকবার দেশে এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
গড় পাশের হারঃ
ক্রমিক নং |
পরীক্ষার নাম |
পরীক্ষার সন |
পাশের হার |
মন্তব্য |
১। |
এসএসসি(ভোক.) নবম শ্রেণী |
২০২২ |
৯৭% |
|
|
|
|
|
|
অবকাঠামোঃ
গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচ তালা বিশিষ্ট একাডেমিক ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় । উক্ত ভবনে মোট ১২টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের আসন সংখ্যা ৬০ জন করে। প্রতিটি কক্ষই প্রজেক্টর, প্রজেক্টর পর্দা, ডিজিটাল কন্টেন্ট সামগ্রী দ্বারা সুসজ্জিত । এছাড়াও প্রতি তালায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার সৌচাগার এবং রিফ্রেশ রুম রয়েছে। ছাত্র/ছাত্রীদের কারিগরি ও হাতে কলমে শিক্ষার জন্য রয়েছে হেভি টেকনিক্যাল ইকুইমেন্ট সম্বলিত দুইটি বিশাল ওয়ার্কশপ।
ভর্তি বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট থেকে জানুয়ারি সেশনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। ওয়েব সাইট লিংক- http://btebadmission.gov.bd ।
বাৎসরিক নতুন আসন সংখ্যাঃ
প্রতি বছর গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রতি বছর নবম শ্রেণীতে প্রতিটি টেকনোলজিতে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। সাধারণত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ভর্তি বিজ্ঞপ্তি সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানের ওয়েব সাইট / সারাসরি অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে।
প্রশিক্ষণঃ
গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশিক্ষণ বিভাগ উক্ত প্রতিষ্ঠান থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহন কারী শিক্ষার্থীদের বিভিন্ন শিল্প কারখানা এবং প্রতিষ্ঠানে ৩ মাস ব্যাপি বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে প্রশিক্ষন বিভাগ।
***************
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS