Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Mission and Vision

লক্ষ ও উদ্দেশ্য

গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর কিছু গুরুত্বপূর্ণ রূপকল্প ও অভিলক্ষ্য নীচে তুলে ধরা হলঃ

 

রূপকল্প (Vision):

Ø কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ।

Ø মানব সম্পদ উন্নয়ন

Ø অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণতিকরণ।

Ø কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এর প্রসারণ।

Ø অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।

Ø জীবনযাত্রার মানোন্নয়ন।

Ø সূক্ষ্মতর বিশ্লেষণ ধর্মী চিন্তার বিকাশ

 

অভিলক্ষ্য (Mission):

Ø শিক্ষার্থী বান্ধব চমৎকার অধ্যয়নের সুযোগ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা।

Ø কর্মক্ষেত্র স্থানিক হলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে কাজ করা।

Ø মানব মনস্তত্ত্ব গবেষণা এবং সে অনুযায়ী আগামীর প্রয়োজনকে মোকাবেলা করা।

Ø মূল্যবোধ, মানদণ্ড এবং স্বকীয় অনুপম প্রথাকে অক্ষুণ্ণ রেখে বিষয়ভিত্তিক গবেষণা বৃদ্ধি করা।

Ø কোন বিষয়কে দেখা, উপলব্ধি করা, কল্পনা করা এবং সেটাকে বাস্তব প্রতিচ্ছবিতে রূপদান।

Ø মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচী প্রণয়ন ।

Ø প্রকল্প বাস্তবায়ন এবং আদর্শমান নির্ধারণ।

Ø মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিবীক্ষণ ও মূল্যায়ন।